top of page
BASE WEBSITE.jpg

‘ থার্ড বেল ’

uuu_edited.png

ভাষা সেন্টারের thedramalibrary.com র প্রাথমিক লক্ষ্য অবশ্যই দেশ-বিদেশ থেকে বিভিন্ন নাট্যকারদের, বিভিন্ন ভাষায় লেখা অপ্রকাশিত নাটকের স্ক্রিপ্ট এক জায়গায় সংরক্ষণ করে রাখা যাতে সবাই সেগুলি দেখতে পারে, পড়তে পারে। কিন্তু একটি দ্বিতীয়, সমান গুরুত্বপূর্ণ উদ্দেশ্যও আছে আমাদের। নাটকের জগতে নতুন লেখা, নতুন লেখক নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাওয়া, সেই কাজে সাহায্য করা। 
 

এই ভাবনার সূত্র ধরেই গতবছর আমরা Brecht@2023 কার্যক্রমটি করি। উদ্দেশ্য ছিল বারটোল্ট ব্রেখটের সাহিত্যের প্রতিক্রিয়া হিসাবে নতুন নাটক লেখার কাজ সমর্থন করা। ফলস্বরূপ আমাদের লাইব্রেরী পেয়ে যায় দুটি দুর্দান্ত নাটক: অভিমন্যু আচার্যের ‘সাহেব নো কোট’ (গুজরাটি ভাষায়) এবং ভি. বালাকৃষ্ণানের ‘আনকক্‌ড’ (ইংরেজি ভাষায়)। 

 

আমরা আবার ফিরে এসেছি আরেকটি নতুন রূপে। অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি, আমাদের নতুন উপস্থাপনা:  ‘থার্ড বেল - নতুন নাটক লেখার পালা ’। পর পর তিন বছর আমরা বাংলায় নতুন নাটক লেখা ও তা প্রচারের কাজ সমর্থন করব।

 

আশাকরি আপনারা আমাদের এই যাত্রায় যোগদান করবেন। এবং যারা আগ্রহী তাদের অবশ্যই এই সুযোগের খবর জানাবেন।

অংশগ্রহন করতে অনুগ্রহ করে এই আবেদন ফর্মটি ভরুনঃ আবেদন পত্র

আবেদনপত্র জমা দেবার শেষ তারিখঃ ১০ই অক্টোবর, ২০২৪

আরও বিস্তারে জানতে FAQ বিভাগটি পরুন অথবা meghna@bhashacentre.com কে লিখুন।

 

  • 'থার্ড বেল’ কি?
    'থার্ড বেল’ thedramalibrary.com-এর একটি উদ্যোগ। বাংলা ভাষার নাট্যকারদের জন্য একটি বিশেষ মঞ্চ। আগামী তিন বছরে ‘থার্ড বেল’ বাংলা ভাষায় অন্তত ছয়টি নতুন, পূর্ণাঙ্গ নাটক কমিশন করবে। এ ছাড়াও, দ্বিতীয় এবং তৃতীয় বছরে, থার্ড বেল নতুন নাট্যকারদের কাজের মান আরও উন্নত করতে সমর্থন করবে। এবং নাট্যকারদের জন্যে একটি সহানুভূতিশীল, সমন্বিত সাহসী, এবং বলিষ্ঠ সম্প্রদায়/গোষ্ঠী তৈরি করতে সাহায্য করবে।
  • কমিশন বলতে কি বোঝায়? কীভাবে হবে সেটা ?
    কমিশন মানে থার্ড বেলের অধীনে ভাষা সেন্টার একজন নাট্যকারকে একটি নাটক লেখার কাজে অর্থ সাহায্য দেবে। কিছু শর্ত মেনে নাট্যকার নির্দিষ্ট একটি পারিশ্রমিক পাবেন। এই বছর নির্বাচিত হবেন দুইজন নাট্যকার। তাদের দুইজনকেই একটি করে নতুন বাংলা নাটক লেখার জন্য ₹ ১,00,000/- পারিশ্রমিক দেওয়া হবে।
  • আমি কিভাবে এই কমিশন পেতে পারি? যোগ্যতার মানদণ্ড কি?
    আবেদনকারীর বয়স ১ জানুয়ারী, ২০২৪ অনুযায়ী ১৮ বছরের বেশি হতে হবে। পৃথিবীর যেকোনো জায়গা থেকে নতুন কিংবা প্রতিষ্ঠিত লেখক, ছাত্র, ছাত্রী কিংবা পেশাদার নাট্যকার এই কমিশনের জন্য আবেদন জানাতে পারেন। শুধুমাত্র দুটি শর্ত প্রযোজ্য: আবেদনকারীকে বাংলায় সাবলীল হতে হবে (লিখিত এবং কথ্য)। তাদের কাছে একটি গল্প থাকা দরকার যেটি তারা একটি পূর্ণ দৈর্ঘ্যের নাটক হিসেবে লিখতে চান। এটি যেকোনো থিমের উপর ভিত্তি করে হতে পারে এবং যেকোনো বিষয়ে নিয়ে হতে পারে। তবে এটি মঞ্চায়িত হলে কমপক্ষে ৭০ মিনিটের দৈর্ঘ্যের হতে হবে।
  • অংশগ্রহণের প্রক্রিয়া কি?
    আপনি যদি একজন নতুন নাট্যকার হন কিংবা হয়ত অনেক দিন ধরেই লিখছেন কিন্তু এবার একটা দারুন নতুন নাটকের গল্প আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে, বহির্প্রকাশের পথ খুঁজছে, তাহলে থার্ড বেল আপনারই জন্য। আপনার আবেদনে আমাদের এইগুলি পাঠান: আপনার আগের বাংলা লেখার নমুনা। এটি কবিতা, ছোট গল্প, প্রবন্ধ, নাটক, কিংবা নাটকের কিছু দৃশ্যও হতেপারে। আপনার রেজুমে কিংবা কারিকুলাম ভিটে (সী. ভী.) এবং যে নাটকটি লিখতে চান তার সারাংশ সংক্ষেপে ৫০০ শব্দের মধ্যে কিংবা একটি ৪ (চার) মিনিটের ভিডিও করে - অবশ্যই বাংলায়। আমাদের এটাও জানান যে কেন নাটকটি লিখতে চান - আপনার কাছে এর গুরুত্ব কি। এবং কেন এটি এখনই লেখা আপনার জন্য জরুরি। এটাও ৫০০ শব্দে, কিংবা একটি ৪ (চার) মিনিটের ভিডিও করে আমাদের জানান।
  • নাট্যকার নির্বাচিত কি ভাবে হবে?
    প্রথম ধাপ: আমাদের বিচারকমন্ডলী সমস্ত আবেদনপত্র পড়ে নাট্যকারের অভিপ্রায় এবং নাটকটির সারাংশ বিচার করবেন। পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার পরে আবেদনকারীদের মধ্যে থেকে বাছাই করা প্রার্থীদের বিচারকমন্ডলীর সাথে একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকার এর জন্য আমন্ত্রণ জানানো হবে। এর ভিত্তিতে নির্বাচন করা হবে আমাদের প্রাথমিক তালিকা যা ঘোষণা করা হবে ৩১ শে অক্টোবর, ২০২৪। দ্বিতীয় ধাপ: এই তালিকাভুক্ত প্রার্থীদের বাধ্যতামূলকভাবে ৫ দিনের অনলাইন মাস্টারক্লাসে উপস্থিত থাকতে হবে। এই ক্লাসগুলোতে নাটকের কাঠামো, সংলাপ, চরিত্রের বৃত্ত, আর্কিটাইপস, রাজনীতি এবং লেখার ভাষা অনুশীলন করা হবে। দেশের বিভিন্ন প্রান্তের নাট্যকুশলীরা ক্লাসগুলির পরিচালনা করবেন - তাই ক্লাসগুলি ইংরেজি কিংবা বাংলা ভাষায় হতে পারে. তৃতীয় ধাপ: প্রার্থীদের প্রত্যেককে তাদের নাটকের একটি ১০-মিনিটের দৃশ্য বিস্তারিত ভাবে লিখতে হবে, এবং সাথে বাকি দৃশ্য গুলোর সংক্ষিপ্ত বিবরণ জমা দিতে হবে। চতুর্থ ধাপ: বিচারকমন্ডলী জমা দেওয়া খসড়াগুলি পড়ে, বিচার করে, কমিশন পাওয়ার যোগ্য দুই জন নাট্যকারকে নির্বাচিত করবেন। এর ঘোষণা হবে ১৭ই জানুয়ারি, ২০২৫। পঞ্চম ধাপ: নির্বাচিত দুই নাট্যকারকে পূর্ণাঙ্গ নাটকের খসড়া লেখার জন্য তিন মাস সময় দেওয়া হবে। এই প্রক্রিয়া চলাকালীন, তাদের একজন করে পরামর্শদাতার সাহায্য দেওয়া হবে আমাদের তরফ থেকে। তাদের সাথে ২টি মিটিং এর ব্যবস্থা করা হবে যাতে আলোচনার মাধ্যমে নাটক লেখার সমস্যাগুলির যথাযুক্ত সমাধান পাওয়া যায়। ষষ্ঠ ধাপ: খসড়াটি এবার কিছু অভিনেতাদের দেওয়া হবে যারা অনলাইন সেটি পড়ে শোনাবেন। এইসময় নাট্যকার ছাড়া সাথে থাকবেন শুধু তাদের পরামর্শদাতা। এই পড়ার মধ্যে দিয়ে নাটকটি কিভাবে আরও বলিষ্ঠ করা যায় সেটা নিয়ে আলোচনা হবে। সপ্তম ধাপ: এবার নাট্যকারকে দুই সপ্তাহ সময় দেওয়া হবে নতুন খসড়া জমা দেওয়ার জন্য। জমা দেবার পর এই নাটকটি TDL-এ আপলোড করা হবে ১৪ই এপ্রিল ২০২৫ , এবং অভিনেতারা মে মাসে কলকাতায় আমন্ত্রিত কিছু দর্শকদের উপস্থিতিতে এটির একটি সংক্ষিপ্ত রিহার্সাল প্রদর্শনি করবেন।
  • লেখাটির কপিরাইটের মালিক কে হবে?
    আপনার লেখা নাটকটির সমস্ত নৈতিক ও আইনগত অধিকার আপনারই থাকবে। আমরা শুধু সম্পূর্ণ স্ক্রিপ্টটি কার্যক্রম শেষ হওয়ার পর থেকে অন্তত এক বছরের জন্য ভাষা সেন্টারের অনলাইন লাইব্রেরি TDL-এ রাখবো যাতে অনেকে সেটি দেখতে ও পড়তে পারে।
  • আরও প্রশ্ন আছে?
    লিখুন মেঘনা কে এই ইমেইল এ meghna@bhashacentre.com
bottom of page